Thursday, July 2, 2015

সাংঘাতিক! ধুমপানে কমে পুরুষাঙ্গের দৈর্ঘ্য




ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা সর্বজনবিদিতধুমপান নিরুসাহিত করার জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছেএমনকি প্যাকেটের গায়েও সতর্ক বার্তা লেখা থাকেতবে গবেষকরা এবার যে তথ্য জানালেন তা আরো ভয়ানকফুসফুস, হার্টের পর ধুমপান আপনার যে অঙ্গটির বারোটা বাজাবে তা হলো আপনার পুরুষাঙ্গবিষয়টি নিশ্চয়ই আপনাকে ভাবনায় ফেলে দিয়েছে। 

বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত ধুমপানে আপনার পুরুষাঙ্গ ক্রমশঃ ছোট হতে থাকেআপনার চোখে হয়তো তা ধরা নাও পড়তে পারেতবে ঘটনাটি সত্যি। 

২০০ ধুমপায়ী পুরুষের উপর চালানো হয় সমীক্ষাটিসমীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক ধুমপায়ী স্বীকার করেছেন ধুমপানের ফলে তাদের পুরুষাঙ্গ ছোট হওয়ার বিষয়টিছোট মানে স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গের আকৃতি নয় যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ যতটা দীর্ঘ আগে হত, ক্রমে তা আর হবে নাক্রমে পুরুষাঙ্গ সঙ্কুচিত হয়ে পড়বে

এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলেন পুরুষাঙ্গ ইলাস্টিকের মতোউত্তেজনায় তা কয়েকগুণ বাড়েআর তা নির্ভর করে পুরুষাঙ্গে রক্তসঞ্চালনের উপরধুমপানের ফলে পুরুষাঙ্গের রক্তসঞ্চালন পথ ক্ষতিগ্রস্ত হয়ফলে পর্যাপ্ত পরিমাণ রক্ত পুরুষাঙ্গে সঞ্চালিত হতে পারে না

No comments:

Post a Comment