Sunday, June 28, 2015

৮৪ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পেলেন তুর্কী নারী




দীর্ঘ ৬১ বছরের স্বপ্ন অবশেষে পূরণ হলো ৮৪-বছর বয়সী তুর্কী নারী ফাতিমা মিহরিবান আক্তারিইস্তাম্বুলের মিমার সিনান ফাইন আর্টস বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবশেষ গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন

আক্তারির জন্ম তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিতে ১৯৩১ সালেসেখানে তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেনপরবর্তীতে তার পরিবার জীবিকার তাগিদে ইস্তাম্বুলে চলে আসে এবং সেখানে তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন

মাত্র সতের বছর বয়সে আক্তারির বাবা মারা যানসংসার চালাতে পড়াশুনা ছেড়ে শিক্ষিকতা করতে বাধ্য হনতুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইরজিনসানের এক স্কুলে বছরখানেক শিক্ষকতা করেনপরবর্তীতে তার বাবা ইস্তাম্বুলের যে প্রিন্টিং কোম্পানিতে চাকুরি করতেন সেখানে কাজ নেন আক্তারি১৯৫১ সালে মিমার সিনান ফাইন আর্টস্ ইউনিভার্সিটিতে আবেদন করার সিদ্ধান্ত নেন এবং আবেদন করেও টিকেও যান আক্তারি

পড়াশুনা এবং চাকুরি একসাথে চলতে থাকেআবারো হোঁচট খান আক্তারিকাজের চাপ এবং আর্থিক কারণে তাকে আবারো পড়াশুনা ছাড়তে হয়তিনি পূণরায় শিক্ষকতা পেশায় ফিরে যান এবং বিয়ে করেনতার দুই পুত্র রয়েছেতিনি ১৯৮৮ সালে চাকুরি থেকে অবসরে যান

আক্তারি যখন অবসর জীবন-যাপন করছিলেন তখন ২০১১ সালে জানতে পারেন মিমার সিনান ফাইন আর্টস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যারা ভর্তি হয়ে পড়াশুনা সম্পন্ন করতে পারেনি তাদের পূণরায় ভর্তি হতে পারবেআক্তারি তার ছেলের বন্ধু উক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগি এক অধ্যাপকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা থেকে তার ভর্তির আবেদনপত্রটি খুঁজে পান এবং দীর্ঘ ৬১ বছর পর ২০১১ সালে আবার বিশ্ববিদ্যালয়ে যান এবং গ্রাজুয়েশন সম্পন্ন করেন

সংগ্রামী নারী আক্তারি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে

No comments:

Post a Comment