Monday, March 16, 2015

কুকুরের অভিনব প্রতিশোধ!

এক নেড়ি কুকুর শুয়েছিল এক বাড়ির পার্কিং স্পেসে। মালিক বাড়িতে ফিরে দেখলেন বেচারা কুকুর আরামে নিদ্রা যাচ্ছেন। রাগে অগ্নিশর্মা হয়ে বাড়ির মালিক কুকুরকে মারলেন এক লাথি। ঘুম থেকে দড়মড়িয়ে উঠলেন কুকুর বেচারা। দৌঁড়ে পালালেন। পরের ঘটনা অত্যন্ত মজার। মার খেয়ে কুকুর প্রতিশোধের নেশায় মেতে উঠে। সে তার সঙ্গী দুই কুকুরকে সাথে নিয়ে রাতে ঐ পার্কিং স্পেসে আসে। শুরু করে মালিকের গাড়ির উপর হামলা। দাঁত দিয়ে কামড়িয়ে গাড়িটির ক্ষতিসাধন করে কুকুরগুলি। এক প্রতিবেশী এ প্রতিশোধের দৃশ্য ক্যামেরাবন্দী করেন। সকালে যখন বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত গাড়ি দেখতে পান এবং চিৎকার-চেচামেচি শুরু করেন তখন ঐ প্রতিবেশী তাকে ঘটনা খুলে বলেন এবং ছবিগুলো দেখান। মজার এই ঘটনাটি ঘটেছে চীনে।
(সূত্র ডেইলি মেইল)

Monday, February 16, 2015

Yuvraz Sing was excluded from world cup squad for Dhoni



Yograj Sing, the father of Yuvraj Singh, has made allegation that his son wasn’t selected for the world cup squad for Indian captain Dhoni. 
 
Yuvraj was a likely candidate to find his place in Team India for the World Cup- 2015 before the selection. But the selectors didn’t consider his good performance in the Ranji Trophy for Punjab. 

Yuvraz Sing’s father said that Yuvraz wasn’t selected on the insistence of the captain MS Dhoni as the relationship between the dashing batsman Yuvi and Dhoni. 

Yograj said, ‘I won’t do anything if Dhoni is having personal matters with my son. God will do justice. I pray for India to win the World Cup under his captaincy. But it is very sad that Dhoni behaved this way.’

Wednesday, February 4, 2015

দুই মাসের বেশী সময় পর ঘোষণা করা হয়েছিল হুগো শাভেজের মৃত্যু /The death of Hugo Chavez announced after more than two months




ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের মৃত্যু হয়েছিল ৩০ ডিসেম্বর ২০১২, ৫ মার্চ ২০১৩ তারিখে নয়শাভেজের সাবেক নিরাপত্তা প্রধান লিয়ামসি সালাছার ফাঁস করেছে এ তথ্যসালাছার বর্তমানে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে বসবাস করছেরাষ্ট্রীভাবে শাভেজের মৃত্যু সংবাদ গোপন করা হয়েছিলসালাছার মার্কিন কর্মকর্তাদেরকে এ তথ্য প্রদান করেন

(সূত্র: লা ফিগারু)

The former Venezuelan President Hugo Chavez actually passed away on 30th December, 2012, not on 5th March, 2013. The security chief of Chavez, Leamsy Salazar revealed this. Salazar has presently been living in the USA as refugee. The death of Chavez was officially concealed. Salazar provided this information to US officials.

(Source: La Figaro)
 

Sunday, January 25, 2015

সর্দি এবং ফ্লু সারায় বেকিং সোডা /Baking soad heals colds and flu




বেকিং সোডা হলো প্রাকৃতিক খনিজ পদার্থের নির্যাসএটা অত্যন্ত ক্ষারীয়বেকিং সোডা অম্লত্বকে প্রশমিত করে দেহে পিএইচ এর মাত্রায় ভারাসাম্য আনে
প্রমাণিত হয়েছে যে, বেকিং সোডা প্রাকৃতিক উপায়ে সর্দি এবং ফ্লু সারায়
বিভিন্ন চিকিসায় বেকিং সোডার ভালো ক্লিনিক্যাল ফলাফল পাওয়া গেছেযারা নিয়মিত বেকিং সোডা খায় তাদের ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকেআজকাল প্রাকৃতিক চিকিসার জায়গা দখল করেছে ঔষধআপনি যদি সর্দি এবং ফ্লু এর চিকিসায় বেকিং সোডা গ্রহণ করেন তাহলে এর কার্যকারিতা এবং নিরাময়ের দ্রুতগতি দেখে আশ্চর্যান্বিত হবেনসবক্ষেত্রে পানির সাথে বেকিং সোডা মিশিয়ে পান করতে হবে
নিয়ম :
প্রথম দিন : ২৫০ মিলি পানিতে ২/১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে দুই ঘন্টা পর পর ছয়বার পান করুন
দ্বিতীয় দিন: প্রথম দিনের মতো
তৃতীয় দিন: সকাল-বিকাল দুই বার গ্রহণ করুন

Baking soda is extracted from a natural mineral. It is extremely alkaline. It balances the pH levels in the body by neutralizing acidity.

It was proven that baking soda naturally treats colds and flu.

Many treatments have shown very good clinical results with baking soda.
People who follow advice of taking baking soda regularly have less risk of catching the flu. It can also be used in prevention.

Nowadays, the natural remedies have been replaced by drugs. Only if you want to preserve your health, treat or prevent the flu or colds by baking soda and you will be amazed at its efficiency and rapidity healing. Everything you have to do is to dissolve it in water and drink.

First day: Take 6 doses of 2/1 teaspoon of baking soda diluted in 250 ml of water. Make interval of 2 hours between each dose.
Day Two: Do the same as the first day.
Third day: Take only 2 doses, one in the morning and one at night before bed.

Friday, January 23, 2015

মানুষের পায়ের আকৃতির মূলা /Human foot-shaped radish




পৃথিবীতে ঘটছে একের পর এক বিস্ময়কর ঘটনাএসব ঘটনায় বিস্মিত মানুষএমনি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে জাপানেএক খামারে পাওয়া গেছে মানুষের পায়ের আকৃতির এক মূলাখামারের মালিক ইউকিহিরো ইকেওচি তার খামারে এই অদ্ভুত আকৃতির মূলাটি দেখে প্রদশর্নের সিদ্ধান্ত নেনমূলাটির ওজন ১.৫ কি.গ্রা এবং দৈর্ঘ্য ৩০ সে.মি

Amazing incidents are taking place one after another in the world. These incidents make people amazed. Such a surprising incident has taken place in Japan. A human foot-shaped radish has been found in a farm. The owner of the farm Yukihiro Ikeuchi found this radish in his farm and decided to display. The radish weighs 1.5 kg and it is 30 cm long.

Sunday, January 11, 2015

স্বর্গীয় ফল খেজুর/Date, the divine fruit


খেজুর একটি পুষ্টিকর ফল। খেজুরে রয়েছে অনেক পুষ্টি উপাদান। খেজুরে যে প্রাকৃতিক চিনি পাওয়া যায় তা সাধারণ চিনির এক চমৎকার বিকল্প। খেজুরে রয়েছে আঁশ যা পরিপাকতন্ত্রের যথাযথ কাজের জন্য প্রয়োজন।
খেজুর সহজে হজম হয়। রক্তাল্পতা, ক্যান্সারসহ অনেক রোগের চিকিৎসায় খেজুর কার্যকর ভূমিকা পালন করে। রক্তাল্পতায় আক্রান্ত ব্যক্তি প্রচুর খাওয়া উচিৎ। কারণ খেজুর লৌহের এক চমৎকার উৎস। ১০০ গ্রাম খেজুরে রয়েছে ০.৯০ গ্রাম লৌহ। কিশোর/কিশোরী এবং গর্ভবতী মহিলাদের জন্য আয়রন আবশ্যক।
খেজুরে রয়েছে লিউটিন এবং জেয়াক্সেনটিন নামক ভিটামিন যা চোখের রেটিনা এবং ম্যাকিউলার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ভিটামিনগুলো দৃষ্টিশক্তি বাড়ায় এবং যেকোনো ক্ষতি থেকে ম্যাকিউলাকে বাঁচায়।
খেজুরে রয়েছে ক্যালসিয়াম যা ডায়রিয়া থামাতে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। নিয়মিত খেজুর খেলে অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া সৃষ্টিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিণ্য থামাতেও খেজুর কার্যকর ভূমিকা পালন করে।
জর্ডান ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালিত এক গবেষণায় দেখা যায় যে, গর্ভবতী মহিলা সন্তান ডেলিভারির চার সপ্তাহ পূর্বে নিয়মিত খেজুর খেলে প্রসব ব্যথা এবং রক্তপাত কম হয়।
Date is a nutritious fruit. There are a good number of nutrients in dates. The sugar found in dates is an excellent substitute of the natural sugar. The fiber of dates is necessary for the proper function of the digestive system.

Dates are digested in an easy manner. It plays effective role in the treatment of many diseases including anemia, cancer. The people suffering from anemia should consume dates as it is a good source of iron. 100 gm dates contain 0.09 gm iron. Iron is necessary for the adolescents and pregnant women.

Dates contain Lutein and Zeaxantine which are important for the retina and macula of eyes. These vitamins improve the eyesight and protect the macula from any kind of damage.  

Dates contain calcium which has been proved efficient to stop diarrhea. The regular consumption of dates helps to create good bacteria in the intestine. Dates also play effective role to stop constipation.

It has been proved in a study conducted by Jordan University of Science and Technology that if the pregnant women consume dates before 4 weeks of delivery, it reduces pain and bleeding.

Saturday, January 10, 2015

ইসলাম অবমাননার দায়ে সৌদী ব্লগারের র্দোরা/Saudi blogger flogged for insulting Islam


সৌদী আরবে ইসলাম অবমাননার দায়ে এক ব্লগারকে প্রকাশ্যে র্দোরা মারা হয়েছে। ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার দায়ে রায়েফ বাদাভী নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড এবং ১০০০ র্দোরার আদেশ দেওয়া হয়। বাদাভী ২০১২ সালের জুন মাস থেকে জেলে রয়েছেন।
৩০ বছর বয়সী বাদাভীকে ৯ জানুয়ারী প্রথম কিস্তির ৫০ র্দোরা মারা হয় এবং শাস্তি শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে র্দোরা মারা হবে।
যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) এর তীব্র নিন্দা জানিয়েছে এবং এ শাস্তিকে নিষ্ঠুর কাজ বলে অভিহিত করেছে।
জেদ্দার আল-জাফালি মসজিদের নিকট জুমার নামাজের পর বাদাভীকে র্দোরা মারা হয়। এ সময় মুসুল্লিরা এ ঘটনা প্রত্যক্ষা করেন। বাদাভীকে পুলিস কারে করে আনা হয় এবং জনতার সামনে একজন সরকারি কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনান।
র্দোরা মারা সময় বাদাভী কোনো চিৎকার কিংবা কান্নকাটি করেনি। জুমার নামাজের মুসুল্লিরা নীরবে এ ঘটনা প্রত্যক্ষ করেন। নিরাপত্তারক্ষীরা এ ঘটনার ছবি না তুলতে আদেশ করে।

A blogger was flogged publicly for insulting Islam in Saudi Arabia. Raef Badavi was sentenced to 10 years imprisonment and 1000 lashes for the allegations of insulting Islam. Badavi has been behind bars since the month of June 2012.

The 30-year old Badavi was given 50 lashes on 9th January as the first installment and he will be flogged each week until his punishment is completed.

The USA, Amnesty International and Reporters Without Border strongly condemned the incident and termed it a cruel act.

Badavi was flogged after the Friday prayers near Al-Jafali mosque in Jeddah. The devotees saw this incident. Badavi was taken by police car and the allegations against him were read out by a government employee before the crowd.

During the flogging, Badavi didn’t scream or cry. The devotees of Friday prayers witnessed this incident in a silent manner. The security forces ordered not to take any photo of the flogging.