Saturday, January 10, 2015

ইসলাম অবমাননার দায়ে সৌদী ব্লগারের র্দোরা/Saudi blogger flogged for insulting Islam


সৌদী আরবে ইসলাম অবমাননার দায়ে এক ব্লগারকে প্রকাশ্যে র্দোরা মারা হয়েছে। ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার দায়ে রায়েফ বাদাভী নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড এবং ১০০০ র্দোরার আদেশ দেওয়া হয়। বাদাভী ২০১২ সালের জুন মাস থেকে জেলে রয়েছেন।
৩০ বছর বয়সী বাদাভীকে ৯ জানুয়ারী প্রথম কিস্তির ৫০ র্দোরা মারা হয় এবং শাস্তি শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে র্দোরা মারা হবে।
যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) এর তীব্র নিন্দা জানিয়েছে এবং এ শাস্তিকে নিষ্ঠুর কাজ বলে অভিহিত করেছে।
জেদ্দার আল-জাফালি মসজিদের নিকট জুমার নামাজের পর বাদাভীকে র্দোরা মারা হয়। এ সময় মুসুল্লিরা এ ঘটনা প্রত্যক্ষা করেন। বাদাভীকে পুলিস কারে করে আনা হয় এবং জনতার সামনে একজন সরকারি কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনান।
র্দোরা মারা সময় বাদাভী কোনো চিৎকার কিংবা কান্নকাটি করেনি। জুমার নামাজের মুসুল্লিরা নীরবে এ ঘটনা প্রত্যক্ষ করেন। নিরাপত্তারক্ষীরা এ ঘটনার ছবি না তুলতে আদেশ করে।

A blogger was flogged publicly for insulting Islam in Saudi Arabia. Raef Badavi was sentenced to 10 years imprisonment and 1000 lashes for the allegations of insulting Islam. Badavi has been behind bars since the month of June 2012.

The 30-year old Badavi was given 50 lashes on 9th January as the first installment and he will be flogged each week until his punishment is completed.

The USA, Amnesty International and Reporters Without Border strongly condemned the incident and termed it a cruel act.

Badavi was flogged after the Friday prayers near Al-Jafali mosque in Jeddah. The devotees saw this incident. Badavi was taken by police car and the allegations against him were read out by a government employee before the crowd.

During the flogging, Badavi didn’t scream or cry. The devotees of Friday prayers witnessed this incident in a silent manner. The security forces ordered not to take any photo of the flogging.

No comments:

Post a Comment