Monday, January 5, 2015

হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীকে কয়েক সেকেন্ডে বাঁচান !


সবসময় আপনার ঘরে মরিচের গুঁড়া রাখা উচিৎ। তবে তা কেবল রান্নার জন্যই নয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ বাঁচাতে পারে মরিচের গুঁড়া। এটা ডাক্তারের কথা। কোনো লোক হার্ট অ্যাটাক করলে সাথে সাথে তাকে মরিচ গুঁড়া মিশ্রিত এক গ্লাস পানি পান করতে দিন। অচেতন না হলে কয়েক ফোঁটা লঙ্কা নির্যাস তার জিহŸার নিচে রেখে দিন।
ডা. ক্রিস্টোফার বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য ইহা সহজতম এবং দ্রুততম উপায়। আক্রান্ত ব্যক্তি চেতন ফিরে পেতে শুরু করবে এবং স্বাভাবিক হবে।

No comments:

Post a Comment