Wednesday, April 22, 2015

কুঁজো স্ত্রী অন্ধ স্বামীকে টেনে চলেছেন ৩০ বছর ধরে!

বর্তমান আধুনিক যুগে যখন সামান্য বিষয়ে ভেঙ্গে যাচ্ছে সংসার, স্বামী নির্যাতন করছে স্ত্রীকে, স্ত্রী অবহেলা করছে স্বামীকে। এ ধরণের ঘটনা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তবে চীনের এই দম্পতির কাহিনী শুনলে মনে হবে পৃথিবী থেকে এখনো ভালোবাসা উধাও হয়ে যায়নি। ভালোবাসা আছে, থাকবে।
৮০ বছর বয়সী হুয়াং ফুনেং দক্ষিণ চীনের এক ছোট্ট গ্রামের বাসিন্দা। ৫৫ বছর আগে তিনি ওয়েই গুই’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওয়েই’র বয়স বর্তমানে ৭৬ বছর। আজ থেকে তিরিশ বছর পূর্বে ১৯৮০ সালে চোখের সমস্যায় দৃষ্টিশক্তি হারান হুয়াং। সেই থেকে হুয়াংকে টেনে চলেছেন অস্টিওপরোসিস রোগের কারণে কুঁজো হয়ে যাওয়া ওয়েই। হাসিমুখে সেবা করছেন স্বামীর।

ভালোবাসার মূর্ত প্রতীক এই দম্পতির কোনো সন্তান নেই। মজার ব্যাপার হলো বিয়ের দিন তারা দুজন শপথ নিয়েছিলেন সুখে-দুখে সারাজীবন একে অপরের পাশে থাকবেন।

ওয়েই জানান, ‘আমরা অত্যন্ত সুখী এবং জীবনে তৃপ্ত। সবসময় আমরা একে অপরের পাশে থাকবো। আমি তার চোখ এবং সে আমরা সব।’

In this modern world, marriage is being broken over trifling matter, husband tortures wife, wife disregards husband. Such incidents have become common phenomenon. But if you learn about the conjugal love of this Chinese couple, you will think love hasn’t gone away from this planet. Love still exists and will remain ever.

80-year old Huang Funeng lives in a tiny village in Southern China. He got married with Weiyi Guyi about 55 years ago. Weiyi is now 76 years old. It is unfortunate that Weiyi became hunchback due to osteoporosis. Huang lost his eyesight thirty years ago in 1980 due to regenerative eye condition. Since then, Huang’s beloved wife Weiyi has been guiding and taking care of him with sincere love. 

The symbol love this couple was never bestowed with child. It is interesting that they made promise to live together all the time on their marriage day. 

Weiyi said, ‘We are very happy and leading a contended life. We will remain beside each other for the rest of our life. I am his eyes and he is my everything.’

No comments:

Post a Comment