Monday, April 6, 2015

ডালিম, প্রাকৃতিক ভায়াগ্রা!


প্রকৃতি আমাদেরকে তার দু’হাত উজাড় করে দিয়েছে অফুরন্ত খাদ্যশস্য, শাক-সব্জী, ফল-ফলাদি যার মধ্যে রয়েছে বিভিন্ন রোগের উপশম। নিয়মিত এসকল শাক-সব্জী, ফলমূল খেয়ে আমরা সুস্থ থাকতে পারি। অসংখ্য ফলের মাঝে ডালিম একটি অসাধারণ ফল। একে ‘বিস্ময় ফল’ হিসেবেও অভিহিত করা হয়। ডালিমের রয়েছে বিস্ময়কর রোগ নিরাময় ক্ষমতা। গবেষণায় দেখা গেছে ডালিমের রস লিঙ্গ উত্থানে অক্ষমতায় আশ্চর্যজনক কাজ করে। লিঙ্গ উত্থানে অক্ষমতায় ডালিমের রসের প্রভাবের উপর ২০০৫ সালে পশুর উপর একটি গবেষণা পরিচালিত হয়। উক্ত গবেষণায় দেখা যায় যে, লিঙ্গ উত্থানে অক্ষমতার সাথে মুক্ত রেডিক্যালের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আর ডালিমে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা মুক্ত রেডিক্যালের সাথে লড়াই করে। ফলে লিঙ্গ উত্থানে অক্ষমতা নিরাময় করতে কাজ করে। তাই ডালিমকে বলা হয় ‘প্রকৃতির ভায়াগ্রা’।

No comments:

Post a Comment