Sunday, April 26, 2015

একেই বলে বন্ধুত্ব!



উত্তর চীনের জুঝু প্রদেশের দাজু হাই স্কুলের ছাত্র ১৯ বছর বয়সী ঝেং চিপেশীর অপবিকাশের দরুন ঝেং এর মেরুদন্ডের পেশী আক্রান্ত হয় এবং তার পক্ষে হাঁটা একেবারেই অসাধ্য ব্যাপার


কিন্তু তার বন্ধু ১৮ বছর বয়সী জি ঝু তার জন্য যা করছে যা আজকাল বিরলতিন বছর ধরে ঝেংকে কাঁধে করে শ্রেণীকক্ষে নিয়ে আসেন জি যাতে তার কোনো পাঠ মিস না হয়

ঝেং এবং জি উভয়ে একই স্কুল ডরমিটরি থাকেন এবং ঝেংকে রান্নাবান্না এবং কাপড় ধোঁয়া শুরু করে সকল কাজে সাহায্য করেন জি

স্কুলের ভাইস-প্রিন্সিপাল গু চুনজি তাদের এই বন্ধত্বকে সাহব্যঞ্জক বলে আখ্যায়িত করেন
তিনি বলেন, ‘তাদের মধ্যে সত্যিকারের যে বন্ধুত্ব দেখতে পাই তা সত্যি অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী

19-year old Zhang Chi is a student of Daxu High School of Xuzhu province of northern China. His skeletal muscle is affected due to the muscular dystrophy.
But what he is doing for his friend 18-year old Xie Xu, is rare in the modern world. Zhang has been giving piggy-back to Xie so that he can’t miss any lesson. 

Zhang and Xie both live in the school dormitory and Zhang helps Xie in making foods and washing cloths.

The vice-principal of the school Guo Chunxi termed the friendship between Zhang and Xie ‘inspiring’.

He said, ‘The real friendship we see between them is inspiring and touching’.

No comments:

Post a Comment