Saturday, April 25, 2015

ডুমুর বাড়ায় যৌনশক্তি!



যদিও ডুমুর মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফল, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় তুঁত বর্গের এই ফলডুমুরের রয়েছে অনন্য মিষ্ট স্বাদ এবং নরম ও চর্ব্য গঠনকুড়মুড়ে, ভোজ্য বীচিতে ভরপুর ডুমুর। 

ডুমুর পৃথিবীর অন্যতম প্রাচীন বৃক্ষকোরআন এবং বাইবেলে রয়েছে এর উল্লেখগ্রীকরা ডুমুরকে এত সম্মান করতো যে, আইন করে এর রপ্তানি বন্ধ করা হয়েছিল। 

ডুমুরের রয়েছে অনেক পুষ্টিগুণএতে রয়েছে যৌনক্ষমতা বাড়ানোর উপাদানডুমুরের আঁশ, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম মানবদেহের জন্য উপকারিবিশেষ করে ম্যাগনেসিয়াম আবশ্যিক হরমোন উপন্ন করে যা আপনার যৌনক্ষমতা বাড়ায়ডুমুর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন: ভিটামিন এ, ই এবং কে এর উ যা শরীর ভালো রাখতে সাহায্য করে 

Though fig is native to Middle East and Mediterranean, it is found all over the world. It is a fruit of mulberry family. It has a unique sweet taste and soft and chewy texture. It is full of crunchy edible seeds.

Fig tree is one of the oldest trees of the world. It has been mentioned in the Holy Qur’an and Bible. Greeks respected figs so much that they banned the export of figs making law.

Figs have many nutritional properties. It has ingredients that increase the sex power. Fibers, magnesium and potassium found in figs are beneficial for human health. In particular, magnesium produces the hormone that increases sexual desire. Figs have a good number anti-oxidants such as: Vitamin A, E & K that help to keep our body healthy.  

No comments:

Post a Comment