Saturday, June 6, 2015

প্রথমবারের মতো প্রতিস্থাপিত হলো মাথার খুলি




যুক্তরাষ্ট্রের সার্জনরা এক ঐতিহাসিক কাজ করেছেতারা প্রথমবারের মতো মানুষের মাথার খুলি অস্ত্রোপচার করে প্রতিস্থাপন করেছেএ বছর ২২ মে ১৫ ঘন্টাব্যাপী অপারেশনের মাধ্যমে সফল হন মার্কিন ডাক্তাররাঅস্ত্রোপচারের সময় তারা সুক্ষè যন্ত্রপাতি ব্যবহার করেছেন। 

দক্ষিণ টেক্সাসের হাউস্টন মেথডিস্ট হাসপাতালের একদল সার্জন সফলভাবে সম্পন্ন করেন অস্ত্রোপচারউক্ত দলের প্রধান ডা. মাইকেল ক্লেবাক জানান, ‘মাইক্রোস্কোপের সাহায্যে আমাদেরকে অস্ত্রোপচার করা হয়েছেআমাদেরকে এমন রক্তনালীও সেলাই করতে হয়েছে যার ব্যাস মাত্র ০.১৫ মিমিতাই সুক্ষè যন্ত্রের সাহায্যে আমাদেরকে তা করতে হয়েছে  

যার উপর এই জটিল অস্ত্রোপচার করা হয় তার নাম জেমস্ বয়সেনজন্ম থেকে ডায়াবেটিসে ভূগছেন ৫৫ বছর বয়সী জেম্স২০০৬ সালে তার মাথার ত্বকে এক ধরণের ক্যান্সার ধরা পড়েচিকিসায় সেরে গেলেও খুলিতে রয়েছে উল্লেখযোগ্য ইনজুরিখুলি প্রতিস্থাপন করে ভালোই আছেন জেম্স

No comments:

Post a Comment