Wednesday, June 24, 2015

বাচ্চাকে কামড় দেওয়ায় সাপের উপর মা খরগোশের হামলা!


মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। শুধু মানবজাতিতেই নয়, সব প্রাণীর মধ্যেই দেখা যায় সন্তান এবং মায়ের মধ্যে শাশ্বত ভালোবাসা। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা। গভীর মমতায় লালন-পালন করে সন্তানকে। এমনই এক অভূতপূর্ণ ঘটনা অনলাইনে তোলপাড় সৃষ্টি করেছে।

এক বিষধর সাপ আক্রমন করে খরগোশ ছানাকে। সাপটি জড়িয়ে ধরে অসহায় ছানাগুলিকে। ভীষণ বিপদে পড়ে যায় নিষ্পাপ খরগোশ ছানাগুলি।

পরক্ষণেই মা খরগোশ চলে আসে ঘটনাস্থলে। ঝাঁপিয়ে পড়ে হামলাকারী সাপের উপর। কামড়াতে থাকে সাপটিকে। কামড় সহ্য করতে না পেরে ছানাগুলিকে ছেড়ে দেয় বেচারা সাপ। পালানোর জন্য দৌঁড়াতে থাকে। মা খরগোশও পিছু পিছু ধাওয়া করে। কোনো রকমে প্রাণে রক্ষা পেল সাপটি। আর মা খরগোশ প্রমাণ করলো পৃথিবীতে মা-ই হলো সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

No comments:

Post a Comment