Monday, June 8, 2015

পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোন !




পৃথিবীর নানা দেশে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে ড্রোনসামরিক, কৃষি, পণ্য সরবরাহসহ নিত্য প্রয়োজনীয় কাজে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে ড্রোনএবার পরীক্ষায় নকল ঠেকাতে ব্যবহার করা হয়েছে ড্রোনচীনে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগকলেজে ভর্তি পরীক্ষা চীনে অত্যন্ত গুরুত্বপূর্ণআর এই পরীক্ষায় যাতে কোনো অসদুপায় অবলম্বন করতে না পারে তার জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে। 

চীনের হেনান প্রদেশের লুইয়াং সিটির দুইটি কেন্দ্রে পাহারা দিচ্ছে ড্রোনপরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ডিভাইস নিয়ে গেলে তা অস্বাভাবিক সংকেত পাঠাবেযদিও পরীক্ষার প্রথম দিন গত রবিবারে কোনো অস্বাভাবিক সংকেত পাওয়া যায়নি, ড্রোনের এই অভিনব ব্যবহার চীনসহ সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে

লুইয়াং রেডিও সুপারভিশন এবং রেগুলেন ব্যুরো জানায় ড্রোন ব্যবহারের ফলে খরচ হচ্ছে কয়েক কোটি মার্কিন ডলার
উল্লেখ্য চীনে শিক্ষার্থীরা হাইস্কুল পাসের পর কলেজে ভর্তি হওয়ার জন্য কঠিন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়ভালো স্কোর করলেই তারা সুযোগ পায় উচ্চশিক্ষারতাই মান বজায় রাখার জন্য চীনা সরকার প্রচুর অর্থ ব্যয় করতেও কুণ্ঠাবোধ করছে না

No comments:

Post a Comment