Monday, June 8, 2015

এক ব্যক্তির কিডনিতে ৪২০ টি পাথর!


চীনের ঝিজিয়াং প্রদেশের ডঙ্গিয়াং পিপল্স হসপিটালে এক ব্যক্তির বাম কিডনি থেকে ৪২০ টি পাথর অপসারণ করেছে চিকিৎসকরা।

রোগীর নাম হি। তীব্র ব্যথা হলে গত মাসে তিনি ডাক্তারের শরণাপন্ন হন। সিটি স্ক্যানে দেখা যায় যে, হি’র বাম কিডনি পাথরে ভরা যা হি এবং তার ডাক্তারকে ভড়কে দেয়।

হি’র চিকিৎসক জানান, ‘আমি কিডনিতে কখনো এত পাথর দেখিনি। বিলম্ব হলে হি’র পুরো কিডনি কেটে ফেলতে হতো।’

তিনি আরো জানান, ‘হি’র কিডনিতে এতো পাথরের কারণ হলো তিনি প্রতিদিন জিপসাম টফু খান। জিপসাম টফু হলে স্থানীয় এক জনপ্রিয় খাবার যাতে প্রচুর ক্যালসিয়াম সালফেট রয়েছে। হি’র আরেকটি বাজে অভ্যাস ছিল সে কখনো পানি পান করতো না।’

হি ধীরে ধীরে সেরে উঠছেন। তবে তার বাম কিডনি এখনো দুর্বল।

হি পাথরগুলোকে ব্যাগে করে বাড়িতে নিয়ে যায়। সে এগুলোকে সংরক্ষণ করবে। কারণ এগুলো তাকে টফু খাওয়া থেকে বিরত রাখতে পারে।

No comments:

Post a Comment